ইলিশ মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে
আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি এই বৈঠকে বুধবার এ ঘোষণা দেয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বলা হয়, রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ ও মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে বুধবার ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এই সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
ট্যাগস :