আজ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওয়ানডে ম্যাচ
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।
ঘরের মাঠে সফরকারী ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ। অন্যদিকে পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় এশিয়া কাপ খেলতে পারে নাই তামিম।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ট্যাগস :